দেশে আর পিছিয়ে পড়া জনগোষ্ঠী নেই: মন্ত্রিপরিষদ সচিব
প্রকাশিত : ১৬:২১, ৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:৪৫, ৪ অক্টোবর ২০১৮

এখন আর পিছিয়ে পড়া কোনও জনগোষ্ঠী নেই। সবাই এগিয়ে গেছে। তাই তাদের জন্য কোনও কোটা না রাখার সুপারিশ করা হয়েছে বলে মন্তব্য করছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। আজ বুধবারের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন্তব্য করেন।
প্রধানমন্ত্রী এর আগে বলেছেন,পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা উনি রাখবেন। প্রতিবেদনে এ বিষয়ে কী ব্যবস্থা রাখা হয়েছে বা পরামর্শ দেওয়া হয়েছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সচিব কমিটি ব্যাপকভাবে পর্যবেক্ষণ ও বিচার-বিশ্লেষণ করে দেখেছে, দেশে আর পিছিয়ে পড়া কোনও জনগোষ্ঠী নেই। সবাই এগিয়ে গেছে। তাই তাদের জন্য কোনও কোটা রাখার সুপারিশ করা হয়নি। একইসঙ্গে আজ সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেনির চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকছে না।
এ প্রতিবেদনে মুক্তিযোদ্ধা কোটা তুলে দেওয়ার সুপারিশ করা হলেও মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ রয়েছে বলে এতদিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এ বিষয়ে সরকার আদালতের পরামর্শ চাইবে এমন কথাও বলা হয়েছিল। সচিব কমিটির প্রতিবেদন দেওয়ার আগে এ বিষয়ে আদালতের পরামর্শ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে মোহাম্মদ শফিউল আলম বলেন, এ বিষয়ে রাষ্ট্রের আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে।
টিআর/
আরও পড়ুন