ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যের লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষে  দেশে ফিরেছেন। আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে দেশের মাটিতে অবতরণ করেন। 

এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, তিন বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র সচিব (নিরাপত্তা বিভাগ), সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভগের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট লন্ডনে যান রাষ্ট্রপতি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে যান। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি