ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ২২ অক্টোবর ২০২০

সৃষ্ট লঘুচাপের কারণে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আজ থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টি কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরো এলাকা থেকে বিদায় নেবার অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি