ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দেশের বিভিন্নস্থানে বন্যা পরিস্থিতির অবনতি(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ৪ জুলাই ২০১৮ | আপডেট: ১০:৪৭, ৪ জুলাই ২০১৮

দেশের বিভিন্নস্থানে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেট-সুনামগঞ্জে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এদিকে ব্রহ্মপুত্রের পানি বাড়ায় ধসে পড়েছে তীর রক্ষা বাঁধ। এছাড়া তিস্তা- যমুনার পানি বেড়ে প্লাবিত হয়েছে গাইবান্ধার চরাঞ্চল।

সিলেটের কানাইঘাটে সুরমা ও অমলসীদে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উজানের ঢল ও বৃষ্টিতে সিলেটের উপজেলাগুলোতে পানি বাড়ছে। তলিয়ে গেছে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা। ২০ দিনের ব্যবধানে আবারো এসব এলাকায় বন্যার আশংকা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে নি¤œাঞ্চলের কয়েক হাজার মানুষ।

সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট দিয়ে সুরমার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে কাজিরপয়েন্ট, নবীরনগর, বড়পাড়া ও নতুনপাড়াসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। জেলার দোয়ারাবাজার, বিশ^ম্ভরপুর ও তাহিরপুর উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হওয়ায় বানভাসীদের দূর্ভোগ বেড়েছে।

পাহাড়ী ঢল আর অবিরাম বৃষ্টিতে বেড়েছে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। কুড়িগ্রামের চিলমারীতে তীর রক্ষা বাঁধ এলাকায় ৯৫মিটার ব্লক ধসে পড়ায় আতংকে রয়েছে নদী তীরবর্তী মানুষ। 

গাইবান্ধায় যমুনার পানি বিপদসীমার নিচে থাকলেও সাঘাটা, ফুলছড়ি সুন্দরগঞ্জসহ চার উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়েছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি