ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

দেশের বিভিন্নস্থানে বেড়েছে শীতের প্রকোপ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ১৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানী-সহ দেশের বিভিন্নস্থানে বেড়েছে শীতের প্রকোপ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ফলে চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা।

কয়েকদিন ধরেই গাইবান্ধায় তীব্র ঠান্ডা শুরু হয়েছে। বিশেষ করে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রিতরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। গ্রামাঞ্চলের মানুষ আগুন জালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। বিপাকে পড়েছেন দিনমজুর আর কৃষিজীবি শ্রমিক।  

কুড়িগ্রামে শীতের প্রকোপে বিপর্যস্ত— হয়ে পড়েছে জনজীবন। চরম ভোগান্তিতে নি¤œ আয়ের মানুষ। টানা দুদিনের গুড়ি গুড়ি বৃষ্টি আর কনকনে ঠান্ডা বাতাসে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে শীতের প্রকোপ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহীতে জেঁকে বসেছে শীত। দু দিনের গুড়িগুড়ি বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারন মানুষ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি