দেশের বৃহৎ মন্ডপে ভারতীয় হাইকমিশনার
প্রকাশিত : ১২:২৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০১৭
 
				
					বাগেরহাটে দেশের অন্যতম বৃহৎ পূজামন্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সর্বাধিক প্রতিমা নিয়ে বাগেরহাটের শিকদার বাড়িতে এ মন্ডপ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এখানে আসেন শ্রিংলা। তিনি মহাষষ্টী পূজার মাধ্যমে পূজার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ।
ভারতীয় হাইকমিশনার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। ভারতের মত বাংলাদেশেও শান্তিপুর্ণভাবে পূজা উৎযাপিত হতে দেখে আমি খুশি। ঢাকার বাইরে বাগেরহারটের শিকদার বাড়িতে ৬৫১টি প্রতিমা নিয়ে পূজায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। 
প্রসঙ্গত বাগেরহাটের শিকদার বাড়িতে প্রতি বছরই বড় পরিসরে পূজার আয়োজন করা হয়ে থাকে।
//এআর
আরও পড়ুন
 
				        
				    






























































