ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

দেশের মোবাইল গ্রাহক ১৪ কোটির বেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ১৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দেশে প্রথমবারের মতো মোবাইল গ্রাহক ১৪ কোটির মাইলফলক ছুঁয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)বিটিআরসির সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশে  ১৪ কোটি লাখ ১৩ হাজার সক্রিয় মোবাইল গ্রাহক রয়েছে। যা তার আগের মাসের (আগস্ট) চেয়ে ১৪ লাখ ১১ হাজার বেশি

প্রতিবেদন অনুযায়ী, দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। তাদের গ্রাহক সংখ্যা এখন ৬ কোটি ৩৮ লাখ ৮২ হাজার। গ্রামীণফোনের পরেই রয়েছে রবি আজিয়াটা। তাদের গ্রাহক সংখ্যা এখন চার কোটি ১২ লাখ ১১ হাজার। আর ৩ কোটি ২৩ লাখ ৭৯ হাজার গ্রাহক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক। অপরদিকে দেশের একমাত্র সরকারি অপারেটর  টেলিটকের গ্রাহক সংখ্যা ৩২ লাখ ৪১ হাজার। যা আগের মাসে ছিল ৩২ লাখ ৩৪ হাজার।

উল্লেখ্য, ৯০ দিনের মধ্যে যেসব গ্রাহক ডাটা, ভয়েস অথবা এসএমএস বা অন্যান্য কিছু ব্যবহার করেন তাদের সক্রিয় গ্রাহক বিবেচনা করে বিটিআরসি।

 

আর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি