ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

দেশের সব নদ ও নদীর পানি কমছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ২৭ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ২২টির,হ্রাস পেয়েছে ৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪টির।

আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঙ্গা ও পদ্মা এবং উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার কুশিয়ারা ছাড়া অন্যান্য প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে যমুনা নদীর পানি স্থিতিশীল আছে।

আগামী ২৪ ঘণ্টায় উভয় নদ ও নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দেশের সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি