ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ২৩ জানুয়ারি ২০২০

চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)  এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন মঙ্গলবার ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আনিছুর রহমান বলেন, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয়রা জানান, অতিরিক্ত শীতের কারণে নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। রিকশাচালক থেকে শুরু করে দিনমজুর, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। এমনকি স্কুল-কলেজেও উপস্থিতি কমে গেছে। 

এছাড়া শ্রীমঙ্গলে ৯২টি চা বাগানে প্রায় চার লাখ চা শ্রমিকের বসবাস। এদের অধিকাংশ জনগোষ্ঠী মাটির ঘরে বসবাস করে। শীত বেড়ে যাওয়ায় পাহাড় ও টিলায় বসবাস করা চা শ্রমিকদের চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি