ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দ্বৈত নাগরিকদের বিষয়ে আদেশ সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

দ্বৈত নাগরিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া যায় কিনা, দ্বৈত নাগরিকরা বিদেশে সম্পদ কিনতে পারেন কি না, সে বিষয়ে আগামী সোমবার আদেশ দেবে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। 

এ সময় আদালত বলেন, যারা দ্বৈত নাগরিক তাদের দেশপ্রেম দু’ভাগে বিভক্ত। তারা টাকা নিয়ে ওদেশে চলে যাচ্ছেন। কাজেই এসব ক্ষেত্রে সংবিধানের ব্যাখ্যাও রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান হাইকোর্ট। ৎ

আদালত জানান, দ্বৈত নাগরিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায় কি না; সংবিধান ও আইন দেখে এ বিষয়ে আদেশ দেওয়া হবে। একই সঙ্গে দ্বৈত নাগরিকরা বিদেশে সম্পদ কিনতে পারে কি না, সে বিষয়েও আদেশ দেওয়া হবে।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আনা হলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদেশের দিন নির্ধারণ করেন।

প্রতিবেদনটি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি