ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণসহ ৯ দফা দাবিতে কৃষক ফ্রন্টের পদযাত্রা

নওগাঁ প্রতিনিধিঃ

প্রকাশিত : ২১:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২০

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও বন্যায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ প্রদান ও তাদের পূর্ণবাসনসহ ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের ৮ কিলোমিটার ব্যাপী পদযাত্রা ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে নেতা-কর্মীরা। 

বুধবার বেলা ১১ টার দিকে নওগাঁ শহরের উপকন্ঠে চকগৌরীহাট থেকে এই পদযাত্রা শুরু হয়। পথের মাঝে হাপানিয়া বাজারে সমাবেশ করেন তারা। এসময় জেলা কৃষক ফ্রন্টের সভাপতি মঙ্গল কিসকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের আহবায়ক জয়নাল আবেদীন মুকুল,বাসদ নেতা দেবাশিষ রায়,কালীপদ সরকার,মিজানুর রহমান,রবিউল টুডু,নাসরিন আরা প্রমুখ।

শেষে পায়ে হেটে নেতা-কর্মীরা লাল পতাকা উড়িয়ে জেলা প্রশাসকের দপ্তরে এসে জেলা প্রশাসক মোঃ হারুর অর রশিদ এর নিকট ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি