ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

দ্রুত গতিতে বাড়ছে বাংলাদেশের অর্থনীতি: বিশ্ব ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ১৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবারও উঠে এলো বাংলাদেশের নাম। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। একমাত্র ভুটান ছাড়া প্রতিবেশি ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশের চেয়ে দ্রুত গতিতে বাড়ছে বাংলাদেশের অর্থনীতি।

বিশ্ব ব্যাংকের সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস: মেকিং-ডি-সেন্ট্রালাইজেশন ওয়ার্ক এর সর্বশেষ প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

এতে বলা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ ও আগামী অর্থবছরে তা বেড়ে ৭ দশমিক ৩ শতাংশে পৌঁছাবে। অন্যদিকে, প্রতিবেশি ভারতে প্রবৃদ্ধি ৬ শতাংশে নেমে যাবে। যদিও ২০২০-২১ অর্থবছরে তা বাড়বে। এ অঞ্চলের মধ্যে এ বছর ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ হতে পারে।

প্রতিবেদনে উঠে আসে, শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা ও বড় সরকারি বিনিয়োগের কারণে দ্রুত গতিতে বাড়ছে বাংলাদেশের অর্থনীতি।

বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় প্রধান অর্থনীতিবিদ হ্যানস টিমার বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে লাভবান হতে পারে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। উৎপাদনের পাশাপাশি রফতানিতেও অন্যান্য দেশের তুলনায় ভালো করছে বাংলাদেশ।

তবে আর্থিক ব্যবস্থার নাজুকতা শঙ্কার বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছে সংস্থাটি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি