ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৩৮, ৭ অক্টোবর ২০২০

সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সাধারন শিক্ষার্থী ফারিয়া চৌধুরী সম্প্রীতি, তারুন্য ইসলাম, এহসান আহমেদ আকাশ, রামীম ইসলাম, সৈরব আহমেদ সিয়াম, তামীম প্রমূখ বক্তব্য রাখেন। একই সময়ে জেলার ধামইরহাট,সাপাহারসহ বিভিন্ন উপজেলা সদরে শিক্ষার্থীরা মানবন্ধন করেছে।

শহরের মানববন্ধনে বক্তরা বলেন দেশে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে নারীরা আজ ঘরে বাইরে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। ধর্ষনকারীরা দেশ ও জাতির শত্রু। তারা দেশের সুনাম ও জাতির সুনাম নষ্ট করছে। তাই ধর্ষনকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানানো হয়। 

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি