ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নওগাঁয় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত : ১৩:০৭, ৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:২৮, ৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নওগাঁয় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ-পত্নীতলা মহাসড়কের পুইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার আব্দুস সালাম (৪৫) ও তার ছেলে তৌফিক (২৭), এবং তৌফিকের বন্ধু আহাদ আলীর ছেলে রনি (২৭)। এদের তিনজনের বাড়ি জেলার মহাদেবপুর উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী। তিনি একুশে টিভি অনলাইনকে জানান, ৩ মোটরসাইকেল আরোহী পত্নীতলার নজিপুর বাজার থেকে মহাদেবপুরে যাচ্ছিলেন। এসময় পত্নীতলা ব্র্যাক অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৩ জনের। এদিকে খবর পেয় পুলিশে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। লাশ উদ্ধারের কাজ করছে। 

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি