ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ১৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার কালি কাশিপুর গ্রামের সমসের আলীর ছেলে বলে জানা গেছে। তিনি এনজিওকর্মী ছিলেন।

ওসি পরিমল কুমার চন্দ্র বলেন, শফিকুল ইসলাম পত্নীতলা শাখার ব্র্যাক অফিসের হিসাবরক্ষক ছিলেন। বৃহস্পতিবার রাতে অফিসের কাজ শেষে মোটরসাইকেলযোগে ভাড়া বাড়িতে যাচ্ছিলেন। ব্র্যাক অফিসের কিছু দূরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি