ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নওগাঁয় পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ আক্রান্ত আরও ৩

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ২০ জুন ২০২০

নওগাঁয় ব্যাংক কর্মকর্তা ও এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৯ জনে পৌঁছেছে। 

নতুন আক্রান্তরা হলেন, নওগাঁ সদর উপজেলায় ব্রাক ব্যাংকের ম্যানেজারসহ ২ জন এবং সাপাহার উপজেলার এক পুলিশ সদস্য। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া আক্রান্তে জেলার ১১টি উপজেলার মধ্যে শীর্ষে নওগাঁ সদর উপজেলা। এখানে এখন পর্যন্ত ৯৩ জন করোনার শিকার হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৬ জন।  

এদিকে গত ২৪ ঘণ্টায় নওগাঁয় নতুন করে ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫, মহাদেবপুরে ৩, মান্দায় ১, পত্নীতলা উপজেলায় ২, নিয়ামতপুরে ১, সাপাহারে ২ জন এবং পোরশা উপজেলায় একজন। 

একই সময়ে হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ জন। ফলে বর্তমানে এ ব্যবস্থায় রয়েছেন ১ হাজার ২৬৯ জন। আক্রান্তদের মধ্যে হোম কোয়ারেনটাইনের ১৫ এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮ জন।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি