ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নওগাঁয় শিয়ালের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:৫২, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নওগাঁয় শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে আবু হাসান জয় (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের চাচা মুনছুর আলী।

রোববার রাত ৯টার দিকে সদর উপজেলা শহরের বরুনকান্দি বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জয় সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের রামরাইপুর গ্রামের হোসেন আলীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জেলার বদলগাছী উপজেলা থেকে মোটরসাইকেলযোগে আবু হাসান জয় ও তার চাচা মুনছুর আলি গ্রামের বাড়ি ফিরছিলেন। মুনছুর আলি মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে বসে ছিল জয়। রাত ৯টার দিকে শহরের বরুনকান্দি বাইপাস এলাকায় আসলে শিয়ালের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর তারা ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি