ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

নগরীর জলাবদ্ধতা নিরসনই শেষ কথা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:০০, ১৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

কোন অজুহাত নয়, নগরীর জলাবদ্ধতা নিরসনই শেষ কথা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
দুপুরে চাক্তাই খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় সিডিএ চেয়ারম্যান বলেন, জলাবদ্ধতা নিরসনের প্রশ্নে চট্টগ্রামের মানুষ আর কোনো অজুহাত শুনতে চায় না। তিনি খালের দু’পাড় থেকে অবৈধ দখলদার উচ্ছেদসহ নিয়মিত খাল খননের দাবি জানান। এর আগে তিনি মিয়াখান নগর, বাদামতলী, মাষ্টারপুল হয়ে দেওয়ানবাজার পর্যন্ত পরিদর্শন করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি