ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

নতুন করে দুই বোনের কণ্ঠে বাবার গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ২৬ জুলাই ২০১৮

বরেণ্য কণ্ঠশিল্পী মাহমুদুন্নবীর কালজয়ী গানের সংরক্ষণ ও নতুন প্রকাশনার উদ্যোগ নিয়েছিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। তারই ধারাবাহিকতায় এবার তারা প্রকাশ করছেন অমর এই শিল্পীর কালজয়ী গানের সংকলন ‘আমার গানের প্রান্তে’।

ধারাবাহিক এই অ্যালবামের প্রথম খণ্ডের কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানান মাহমুদুন্নবীর দুই উত্তরসূরি ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। নির্বাচিত ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। নতুন করে রেকর্ড করা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।

আসছে কোরবানি ঈদে এ অ্যালবামের প্রথম খণ্ড বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশ পাবে বলেও তারা জানান।

এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘প্রিয় শিল্পী এবং আমার বাবা বলে নয়, দেশের নন্দিত এক শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই উদ্যোগ। এ কথাও ঠিক যে, অমর এই শিল্পীর উত্তরসূরি হিসেবে তার কালজয়ী গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। যারা এখনও মাহমুদুন্নবীর ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘ও মেয়ের নাম দেব কী’, ‘সুরের ভুবনে আমি আজও’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’র মতো জনপ্রিয় গানগুলো শুনতে চান- তাদের জন্য গানগুলো নতুন করে প্রকাশ করা।’

সামিনা চৌধুরী বলেন, ‘মাহমুদুন্নবী কত বড় মাপের শিল্পী এবং তার অনবদ্য গায়কী কীভাবে দেশের অগণিত শ্রোতার হৃদয় জয় করেছে- এই সংকলনের গানগুলো থেকে তার কিছুটা হলেও শ্রোতারা অনুমান করতে পারবেন। কিছু গান আছে যার আবেদন এখনও ম্লান হয়ে যায়নি। কিন্তু সংরক্ষণের অভাব পুনঃপ্রকাশ না হওয়ায় অনেকে মাহমুদুন্নবীর জনপ্রিয় গানগুলো শোনার সুযোগ পাচ্ছে না। তার ভক্ত ও নতুন প্রজন্মের সঙ্গীতপিপাসুদের সেই সঙ্গীত তৃষ্ণা মেটাতেই এ আয়োজন। সংকলনটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি