ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

নতুন করে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত দ. কোরিয়ায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ১২ ডিসেম্বর ২০২০

নতুন করে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। বিশেষ করে দেশটির রাজধানীতে আক্রান্তের সংখ্যাই সবচেয়ে বেশি। এ কারণে দেশটিতে করোনা বিস্তার নিয়ন্ত্রণ আর ধরে রাখতে পারবে না বলে আশংকা করা হচ্ছে।

কর্মকর্তারা আজ শনিবার নতুন করে ৯৫০ জনের করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন। গত কয়েকদিন ধরেই ৫শ থেকে ৬শ করে লোক করোনায় আক্রান্ত হচ্ছিল। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। 

শনিবার সিউল অঞ্চলে ৬৬৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর ফলে ঘণবসিতপূর্ণ এলাকাটিতে ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।


দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন পরিস্থিতিকে মারাত্মক উল্লেখ করে বলেছেন, ভ্যাকসিন দেয়া শুরু করার আগে এটি সর্বশেষ কঠিন পরিস্থিতি। আর এহেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সকল প্রশাসনিক ক্ষমতা কাজে লাগাবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ আক্রান্তসহ মোট সংক্রমিত লোকের সংখ্যা ৪১ হাজার ৭৩৬ জন এবং এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৮-এ।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি