ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

নতুন সিনেমায় জুটি হলেন পাওলি-লিলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪৩, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পরিচালনার মাধ্যমে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাবার কথা আগেই ঘোষণা দিয়েছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তার সিনেমার নাম ‘সিজনস্ গ্রিটিংস’। কথামত ঋতুপর্ণর জন্মদিনে এ সিনেমার কাস্ট লিস্ট প্রকাশ্যে আনলেন রামকমল।

অ্যাসর্টেড মোশন পিকচার্স এবং এস এস ওয়ান এন্টারটেনমেন্টসের প্রযোজনায় ‘সিজনস্ গ্রিটিংস’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম এবং লিলেট দুবে। রামকমলের সঙ্গে যৌথ পরিচালনার দায়িত্ব থাকবেন অভ্র চক্রবর্তী। সিনেমার গল্প লিখেছেন রঞ্জীব মজুমদার। স্ক্রিনপ্লে এবং সংলাপ লিখেছেন চন্দ্রোদয় পাল।

রামকমলের বলেন, ‘দু’জন এত বড় মাপের প্রতিভা একসঙ্গে কাজ করতে রাজি হওয়ায় আমি সত্যিই খুব খুশি। পাওলিকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। ও মেয়ের ভূমিকায় অভিনয় করবে। মায়ের চরিত্র করবে লিলেট।’
এ বিষয়ে পাওলি বলেন, ‘রামকমল যখন স্ক্রিপ্ট পড়ছিল, আমি চোখের সামনে যেন দেখতে পাচ্ছিলাম। ও অন্যরকম কিছু করার চেষ্টা করছে। প্লট নিয়ে খুব বেশি কিছু এখনই বলতে পারব না।’

সিনেমা তৈরির ক্ষেত্রে ঋতুপর্ণর যত্ন, সংবেদনশীলতাকে মাথায় রেখেই দ্বিতীয় সিনেমা তৈরি করবেন রামকমল। সূত্র : আনন্দবাজার
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি