ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নদ-নদীগুতে আগের মতো মাছ না পাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে ৪ হাজার জেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৩:১৫, ৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

নদ-নদীগুলোতে আগের মতো মাছ না পাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে গাইবান্ধার প্রায় ৪ হাজার জেলে। বছরের বেশিরভাগ সময় নদীতে পানি না থাকাকে মাছ না পাওয়ার কারণ বলে জানিয়েছেন তারা। এদিকে, মাছ ধরতে না পারায় জীবিকা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে জেলে সম্প্রদায়ের। 
বিস্তীর্ণ এলাকাজুড়ে চর। নদ-নদীগুলোতে বছরের বেশিরভাগ সময় পানি থাকে না। কোথাও কোথাও পানি থাকলেও পাওয়া যায় না মাছ। ফলে ভালো নেই গাইবান্ধার জেলে সম্প্রদায়।

মাছ না পাওয়ায় জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। অনাহার-অর্ধাহারে কাটে তাদের দিন। কেউবা বদলে ফেলছেন পূর্বপুরুষের পেশাও।
নদী শুকিয়ে যাওয়ায় জেলেরা কর্মহীন হয়ে পড়ছে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। সরকারিভাবে তাদের তালিকা করে সহায়তার কথা জানান তিনি।
বছরের অধিকাংশ সময় নদীতে পানি না থাকায়, যেমন হুমকির মুখে পড়েছে গাইবান্ধার জেলেদের জীবন-জীবিকা; তেমনি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ- প্রতিবেশের উপরও।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি