ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নদী দখলের খবর দিলেই পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ১৭ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

নদী দখলকারীদের তথ্য দিলে বা নদী দখল সম্পর্কিত কোন তথ্য জানালেই তথ্যদাতাকে পুরস্কৃত করবে নৌ মন্ত্রণালয়। এ বিষয়ে কাজ চলছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠক সূত্রে জানা যায়, দেশের নদীসমূহকে দখলমুক্ত রাখতে জনগনকে সম্পৃক্ত করার লক্ষ্যে পুরস্কৃত করার সুপারিশ করা হয়েছে। কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় জানায়, নদী দখলকারীদের তথ্যদাতা বা সংবাদদাতাকে পুরস্কার প্রদানের বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বৈঠক শেষে জানান, ‘দখলদারদের কারণে বাংলাদেশের নদীগুলো হুমকির মুখে। এ বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না। নদী দখলের খবরদাতাকে পুরস্কার দেয়ার সুপারিশ করা হয়েছিল। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে। কমিটি বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ করেছে।’

এদিকে নদী থেকে পলিথিন অপসারণের জন্য ছয়টি রিভার ক্লিনিং ভেসেল কেনা হচ্ছে। নদী খননের জন্য এর তলদেশে থাকা পলিথিন ও আবর্জনা প্রথমে সরানোর জন্য স্ক্রলিং ক্লিনার আনার সুপারিশ করে কমিটি। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি