ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

নবাবগঞ্জে শিক্ষাবৃত্তি, পাওয়ার টিলার ও সেলাই মেশিন বিতরন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৯, ৪ জুলাই ২০১৮

দিনাজপুরের নবাবগঞ্জে উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসুচির আওতায় ১৭ লাখ ৩৪ হাজার টাকা বরাদ্দে দরিদ্রদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 

বুধবার এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, কৃষিকার্যে ব্যবহার্য পাওয়ার টিলার ও বেকার আদিবাসী নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০১৭-২০১৮ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য এ বরাদ্দ দেওয়া হয়।

বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পেয়ে অন্যানদের মতো নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মানুষের উন্নয়ন হচ্ছে।

এসময় তিনি আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য সকলের সহায়তা কামনা করেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ও শিক্ষা উপকরণ পাওয়ার টিলার তুলে দেন সংসদ সদস্য শিবলী সাদিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নারী নেত্রী মারিয়া বাস্কে প্রমুখ।

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি