ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডার আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১৩:৫৭, ৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র সামরিক শাখার কমান্ডারকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সিটিটিসি’র অভিযানে নব্য জেএমবি’র সামরিক শাখার কমান্ডারকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানান নি তিনি।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি