ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

এবার কার্গো ভ্যানের ধাক্কা

নভোএয়ারের জানালা ও বডি ক্ষতিগ্রস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আবারও বিমানে দুর্ঘটনা ঘটেছে। এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভ্যানের ধাক্কায় নভোএয়ারের একটি এটিআর ৭২-৫০০ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৩টার দিকে বিমানবন্দরের বে-১২ এ ঘটনা ঘটে। ভ্যানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের জানালা ও বডি। বিমানের গ্রাউন্ড সার্ভিস স্টাফ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নভোএয়ারের কর্মকর্তা নিলাদ্রী জানান, বিমান থেকে কোনো ক্ষতিপূরণ চাওয়া হবে কি না তা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

এদিকে, বুধবার ইউএস বাংলার কক্সবাজারগামী একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পাঁচ দিন আগে গত শুক্রবার একই এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে যাওয়ার সময় নোজ গিয়ার বন্ধ হয়ে যায়।

এরআগে, গত ১৯ জুলাই রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার পর পরই ইউএস বাংলার একটি বিমানের চাকা পাংচার হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি