ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

নরসিংদীতে বেড়েছে মাল্টার চাষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২ জানুয়ারি ২০২০

নরসিংদীতে বাড়ছে মাল্টা চাষ। লাভ বেশি বলে ফলটির বানিজ্যিক আবাদে আগ্রহ বাড়ছে চাষীদের। জেলার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী। বাগন মালিকরা বলছেন কৃষি বিভাগের সহায়তা পেলে উৎপাদন বাড়বে কয়েকগুণ। 
কৃষি উৎপাদন বহুমুখিকরণের আওতায় ২০১৫ সালে নরসিংদী কৃষি দপ্তর শিবপুর উপজেলায়  ১৫ হাজার মাল্টা চারা বিতরণ করে। সেই থেকে এ এলাকায় মাল্টা চাষ শুরু।  এখন বাগানের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে  গাছপ্রতি ফলের সংখ্যা ও মান। এখন প্রতিগাছে মাল্টা ধরছে ২০০টি পর্যন্ত।  মাল্টা গাছের গড় আয়ু ২৫ বছর। কলমের গাছে ফল ধরে দু বছরের মাথায়।
প্রথম ফলনে প্রতি গাছে ফল পাওয়া যায় ৬-৭কেজি। পূর্ণাঙ্গ গাছে কমবেশি ৪০০ ফল ধরে। ফলনের আগ পর্যন্ত প্রতিটি মাল্টা গাছে খরচ হয় গড়পরতা আড়াই হাজার টাকা। আর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১শ টাকা দরে।
মাল্টা চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের  প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 
চলতি মৌসুমে জেলায় ১৫ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে।
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি