ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

নরসিংদীতে হিট স্টোকে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৯, ২৮ এপ্রিল ২০২৪

নরসিংদীতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সুলতান উদ্দিন (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। 

আজ রোববার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদী আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। নিহত সুলতান উদ্দিন সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন আইনজীবীর সহকারী (মুহুরি) ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো নিজ বাড়ি থেকে পেশাগত কাজে আদালতে আসেন সুলতান উদ্দিন। কাজ করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে জেলা কালেক্টেট জামে মসজিদের সামনে আসলে তিনি ঢলে পরে যান। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধার সুলতান উদ্দিন সাহেবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাই ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা মুসকিল। তবে রোগীর স্বজনরা জানিয়েছে তার বুকে ব্যাথা ছিল। তার উপর প্রচণ্ড গরমের মধ্যে কাজকর্ম করছিলেন তিনি।

এর আগে ২১ এপ্রিল হিট স্টোকে আক্রান্ত হয়ে সদর উপজেলার মাধবদীতে সাফকাত জামিল ইবান (৩২) নামে একজনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হিট স্টোকে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হলো।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি