ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নলছিটিতে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৬ মে ২০২১ | আপডেট: ২১:৪৬, ৬ মে ২০২১

নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার ও ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার

নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার ও ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার

নলছিটি’র কুশঙ্গল ও সিদ্ধকাঠি ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। 

আজ বৃহস্পতিবার বৈশ্বিক মহামারি করোনায় উপার্জন হারা কর্মহীনদের মাঝে এ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার, কুশঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার ও বিজন কৃষ্ণ খরাতি (পি আই ও)।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান, করোনায় অনেক পরিবারে উপার্জন করার মানুষটি কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্যের সমস্যা হচ্ছে। কোন পরিবারে খাদ্য নেই এমন খবর পেলেই সেখানে খাবার নিয়ে যাচ্ছি। এবার নগদ অর্থ দেওয়া হলো।

৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলার কুশঙ্গল ও সিদ্ধকাঠি ইউনিয়নের অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করা হয়।

নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার ও কুশঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার  

নগদ অর্থ পাওয়া অসহায় পরিবারের সদস্যরা জানান, আমাদের পরিবারে আয় করার মত কেউ নাই। ইউএনও স্যার আমাদের সমস্যার কথা শুনে নিজেই খাদ্য সামগ্রী নিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এবার নগদ অর্থ পেলাম। তারা প্রধানমন্ত্রী ও উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি