ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

নলছিটিতে বিষ প্রয়োগে কয়েক লাখ টাকার মাছ নিধন

নলছিটি (ঝালকাঠি) সাংবাদদাতা 

প্রকাশিত : ১২:৪১, ১৪ অক্টোবর ২০২০

ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।  আজ বুধবার ভোররাতে ফখরুল হাওলাদারের মাছের ঘেরে এ ঘটনা ঘটেছে। 

ঘেরের মালিক উপজেলার গোপালপুর গ্রামের ফখরুল হাওলাদার বলেন, ‘বাড়ির পার্শ্ববর্তী কামদাবপুর গ্রামে এক একর পাঁচ শতাংশ জমিতে মাছের ঘের করে  রুই, মৃগাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেছি। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা আজ ভোররাতে ঘেরে বিষ প্রয়োগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ঘেরের মাছ মরে ভেসে উঠছে।’

ফখরুল হাওলাদার জানান,     ‘এতে তার সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। মুঠোফোনে ঘটনা নলছিটি থানায় জানানো হয়েছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

নলছিটি থানর ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, ‘এখনও (সকাল সাড়ে ১০টা পর্যন্ত) লিখিত অভিযোগ পাইনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি