ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

‘নাকাব’র জন্য শাকিবকে জিতের শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টালিউডে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘নাকাব’ সিনেমা। এতে তার সহশিল্পী নুসরাত জাহান ও সায়ন্তিকা। ‘নাকাব’ পরিচালনা করেছেন রাজীব। শ্রী ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজিত এ সিনেমাতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।

এদিকে সিনেমাটি মুক্তি উপলক্ষে শাকিবকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কলকাতার অভিনেতা জিৎ।

উল্লেখ্য, শুরুতে ‘মাস্ক’ থাকলেও পরবর্তীতে সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকাব’। সাফটা চুক্তিতে বাংলাদেশেও ‘নাকাব’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘শিকারী’ সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গে তুমুল জনপ্রিয়তা পান ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এরপর শাকিব অভিনয় করেছেন ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ সিনেমাতে। এ সিনেমাগুলোও টালিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি