ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

নাটোরে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ২৬ জুলাই ২০২১

নাটোরের লালপুরে ডাকাতির প্রস্তুতির সময় কথিত পাকা বাহিনীর প্রধানসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। এসময় বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। 

রোববার (২৫ জুলাই) রাতে লালপুর উপজেলার ইশ্বরপাড়া সিরাজিপুর চৌরাস্তা মোড় থেকে তাদের আটক করা হয়। 

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দস্যুতার খবর পেয়ে রোববার রাতে তিনি ও কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে  লালপুর উপজেলার ইশ্বরপাড়া সিরাজিপুর চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। সেখানে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় কথিত পাকা বাহিনীর নেতা বিলমারিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আনিছুর রহমান আনিছ (৪০) সহ ৪ জনকে আটক করা হয়। এসময় ৪টি হাসুয়া ও ৫টি চাকুসহ বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়। 

আটক অন্য সদস্যরা হলো- নওপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২৩), বিলমারিয়া গ্রামের আমির প্রামাণিকের ছেলে মোঃ হাসিবুল ইসলাম (১৯) ও মোঃ নাজিম উদ্দিনের ছেলে আহমেদ সজল (২১)। 
এ ব্যাপারে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মেজর মোঃ সানরিয়া চৌধুরী জানান, আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে পাকা বাহিনী নামে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ দস্যুতা ও ছিনতাই করে আসছিল। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি