ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

নাটোরে নদীর তীরে মিলল ফুটফুটে এক নবজাতক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৫, ২৮ ডিসেম্বর ২০১৯

নাটোরে নদীর তীরে মিলল ফুটফুটে এক নবজাতক

নাটোরে নদীর তীরে মিলল ফুটফুটে এক নবজাতক

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীর তীর থেকে জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার বিহারকোল এলাকায় বড়াল নদীর ব্রীজের নিচে থেকে ওই নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত নবজাতককে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বাগাতিপাড়া উপজেলার বিহারকোল এলাকায় ফরহাদ ও হোসেন নামে দুই ব্যক্তি প্রকৃতির কাজ সারতে বড়াল নদীর ব্রীজের ধারে যায়। এসময় নবজাতকের কান্না শুনে নদীর ধারে জঙ্গলের মধ্যে এক নবজাতককে দেখতে পায়। তারা সেখানে গিয়ে ওই নবজাতককে খালি শরীরে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে নবজাতককে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। 

এদিকে নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভীড় করে। তাদের অনেকেই নবজাতককে নিয়ে যেতে চায়। তবে পুলিশ প্রকৃত দাবিদারের সন্ধান করছে।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতক কন্যাশিশুকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে। ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতককে বিহারকোল ব্রিজ সংলগ্ন বড়াল নদীর তীরের জঙ্গলে ফেলে রেখে যাওয়া হয়েছে। 

তিনি বলেন, নবজাতককে উদ্ধারের পর অনেকেই লালন পালন করতে চেয়েছেন। তবে নবজাতকের প্রকৃত দাবিদার খোঁজা হচ্ছে। পাওয়া গেলে তাদের হাতে নবজাতককে তুলে দেয়া হবে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি