ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

নাটোরে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর জীবাণুনাশক স্প্রে

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ২৭ মার্চ ২০২০

নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সড়ক, হাসপাতাল ও মসজিদে জীবাণুনাশক স্প্রে করেছে সেনাবাহিনী। 

আজ শুক্রবার জুম্মার নামাজের আগে শহরের বিভিন্ন মসজিদ, হাসপাতালের ওয়ার্ড এবং আইসোলেশন ইউনিটে জীবাণুনাশক ছেটানো হয়। পাশাপাশি মসজিদে আগত মুসল্লীদের শুধু ফরজ নামাজ পড়তে ইমাম ও মোয়াজ্জীনদের নির্দেশনা দেওয়া হয়।
 
এসময় সেনাবাহিনীর লেফটেনেন্ট কর্নেল আরিফ,  জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলামসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ‘স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।  সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে বাড়িতে নিজে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেয়া হচ্ছে। কোথাও যেন জনসমাগম না হয় সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।’
 
এছাড়া জেলা প্রশাসনের ১৩টি ভ্রাম্যমাণ আদালত জেলার বিভিন্ন উপজেলায় কাজ করছে বলেও জানান তিনি। 

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি