ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

নাটোরে ব্যবসায়ীর হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত : ১২:৪৫, ৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৪৫, ৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চাঁদা না দেয়ায় নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকায় এক ব্যবসায়ীর হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে সাইদুর রহমান নামে ওই ব্যবসায়ী বাসা থেকে বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ’সময় তারা সাইদুরের বাম হাতের কবজি কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাইদুরের কাছে দুর্বৃত্তরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এদিকে, সাইদুর একসময় চোরাচালান ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি