ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

নাতি হারানোর বেদনায় আবেগাপ্লুত ভাই-বোন

প্রকাশিত : ২৩:৫৬, ২৩ এপ্রিল ২০১৯ | আপডেট: ২৩:৫৯, ২৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

শ্রীলংকায় নজিরবিহীন সিরিজ বোমা হামলায় প্রাণ হারিয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের আদরের নাতি জায়ান। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স। নাতি হারানোর শোকে বিহ্বল শেখ সেলিমের সঙ্গে দেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মঙ্গলবার সন্ধ্যায় ব্রুনাই থেকে ফেরেন শেখ হাসিনা। সেখানেই তার সঙ্গে দেখা হয় ফজলুল করিম সেলিমের।

সে সময় ভাই শেখ ফজলুল করিম সেলিমের ঘাড়ে হাত রেখে সান্ত্বনা দেন বোন শেখ হাসিনা। ভাইয়ের চোখে টলমল পানি দেখে অশ্রুশিক্ত হয়ে পড়েন বোনও। এ সময় দু`জনই আবেগাপ্লুত হয়ে পড়েন। ভাই বোনের অশ্রুসিক্ত ক্রন্দনে আশেপাশে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রোববার শ্রীলঙ্কার তিনটি গীর্জা ও তিনটি হোটেল ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এরমধ্যে একটি হোটেলে চালানো হামলায় নিহত হয় বাবা-মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়া জায়ান। উত্তরায় সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে। ওই হামলায় আহত হয়ে এখনও হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরী।

জায়ানের বাবার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে- তিনি এখনেও শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি এখনো শঙ্কা মুক্ত নন। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

জানা গেছে, জায়ান চৌধুরীর লাশ আগামীকাল দুপুর ১টা ১০ মিনিটে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, বিমানবন্দর থেকে জায়ানের লাশ রাজধানীর বনানীর নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং বাদ আছর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি