ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ চাপাতি তুহিন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ১৮ সেপ্টেম্বর ২০১৯

নারায়ণগঞ্জে শহরে আটকের পর র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তুহিন ওরফে চাপাতি তুহিন নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার ভোর ৪টার দিকে শহরের সৈয়দপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত চাপাতি তুহিন এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক, হত্যাসহ চারটি মামলা রয়েছে। তুহিন দেওভোগ শান্তিনগর এলাকার কাওসার হোসেনের ছেলে।

কালিবাজারের ক্যাম্প ইনচার্জ এএসপি মোস্তাফিজুর রহমান জানান, কুমিল্লার দেবিদ্বার থেকে মঙ্গলবার রাতে সন্ত্রাসী চাপাতি তুহিনকে আটক করে র‌্যাব। তার দেয়া তথ্য অনুযায়ী বুধবার গভীর রাতে নগরীর সৈয়দপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার করতে যায় র‌্যাব।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তুহিনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে এবং র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তুহিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এর আগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন চাপাতি তুহিন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি