ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় আসামিদের আপিল শুনানি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ২২ মে ২০১৭ | আপডেট: ১৯:০০, ২২ মে ২০১৭

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় মৃত্যুদন্ড অনুমোদন এবং আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চে এই শুনানি শুরুর পর প্রথমে পেপারবুক থেকে মামলার এফআইআর উপস্থাপন করা হয়। বিচারিক আদালতের রায়ে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়। বাকি নয়জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদন্ড। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ২০১৪ সালের ২৭ এপ্রিল ফতুল্লার লামাপাড়া থেকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি