ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

নাসার মনুষ্যবিহীন ওরিয়ন ক্যাপসুলটি ফিরে এলো ভূপৃষ্ঠে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১২ ডিসেম্বর ২০২২

চাঁদের সব থেকে কাছে গিয়েও ছুঁতে না পারা নাসার আর্টেমিস-ওয়ান মিশনের মনুষ্যবিহীন ওরিয়ন ক্যাপসুলটি ভূপৃষ্ঠে ফিরে এসেছে।

রোববার জিএমটি সময় ১৭৩৯টায় মেক্সিকান দ্বীপ গুয়াডালুপের কাছে প্রশান্ত মহাসাগরে এটি অবতরণ করে।

পৃথিবীর বায়ুমণ্ডলে জ্বলন্ত প্রবেশের পর ওরিয়ন ক্যাপসুলটি প্যারাসুটের মাধ্যমে প্রশান্ত মহাসাগরে এসে পতিত হয়। 

চাঁদের কাছাকাছি প্রায় ১শ’ ৩০ কিমি অতিক্রম করা ওরিয়ন ক্যাপসুলে কোনও মহাকাশচারী ছিল না। এটিতে তিনটি পুতুলসহ একটি সিমুলেটেড ক্রু ছিল। 

ওরিয়ন ক্যাপসুলটি পুনরুদ্ধারের জন্য প্রশান্ত মহাসাগরে ইউএস নৌবাহিনীর একটি জাহাজ, ইউএসএস পোর্টল্যান্ড অবস্থান নেয়।

এছাড়া হেলিকপ্টার, স্ফীত নৌকা ও ডুবুরি মোতায়েন করা হয়।

মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার জন্য অ্যাপোলো প্রোগ্রামের এ ধরনের মহাকাশযান ডিজাইন করা হয়। অ্যাপোলো সেভেনটিন ছিল শেষ মিশন, যার মাধ্যমে জিন সার্নান এবং হ্যারিসন স্মিথ ৫০ বছর আগে চন্দ্রপৃষ্ঠে নামেন। 

এদিকে, ওরিয়নের সঙ্গে আরও জটিল মিশনের পরিকল্পনা করছে নাসা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি