ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

নিজ কেন্দ্রেই হেরে গেলেন কামরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ৩১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সিলেট সিটি নির্বাচনে নিজের কেন্দ্রেই হেরে গেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে ১৩০ ভোটে নিজ কেন্দ্রে হারেন কামরান।

জানা যায় সিলেট সিটি নির্বাচনের সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভোটার কামরান। নির্বাচনের ফলাফলে দেখা যায়, এই কেন্দ্রে আরিফুলের চেয়ে ১৩০ ভোট কম পেয়েছেন কামরান। এই কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৭৭৬ ভোট, নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৬৪৬ ভোট। এ ছাড়া জামায়াতের প্রার্থী (স্বতন্ত্র) এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ২৬ ভোট।

উল্লেখ্য, ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফলে আরিফুল পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। ৪৬২৬ ভোটে এগিয়ে থাকলেও স্থগিত দুটি ভোট কেন্দ্রের ভোটারের সংখ্যা ৪৭৮৭ হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি