নিজের ফ্ল্যাটে শ্লীলতাহানির শিকার অভিনেত্রী
প্রকাশিত : ১১:৫৯, ২৩ জুন ২০১৮
রাতদুপুরে ভারতের যাদবপুরে নিজের ফ্ল্যাটের মধ্যেই বহিরাগতদের হাতে শ্লীলতাহানির শিকার হলেন এক টেলি অভিনেত্রী। যাদবপুরে সেন্ট্রাল রোডের উপর অবস্থিত একটি বাড়িতে থাকেন ওই অভিনেত্রী। এই ঘটনায় প্রশ্নের মুখে ওই আবাসনের নিরাপত্তা।
বাসিন্দারা জানিয়েছেন, ওই আবাসনের উপরের ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরেই ফাঁকা পড়ে আছে। গত ৪ বছর ধরে ওই ফ্ল্যাটে থাকেন না ফ্ল্যাটমালিক। ফলে ফাঁকাই পড়ে রয়েছে ফ্ল্যাটটি। আর সেই সুযোগে বিগত কয়েক মাস ধরে ওই ফ্ল্যাটে নিত্য আনাগোনা বেড়ে চলেছিল বহিরাগতদের।
শুক্রবার রাতেও কয়েকজন বহিরাগত ওই ফ্ল্যাটে আসেন। তখনই প্রতিবাদ জানান ওই অভিনেত্রী। এরপরই তার শ্লীলতাহানি করেন বহিরাগতরা। পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি। এমনকি ভেঙে দেওয়া হয় আবাসনের সিসিটিভি ক্যামেরাও।
এই ঘটনায় ওই আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফ্ল্যাটমালিকের অনুপস্থিতির সুযোগে ফ্ল্যাটটি বেদখল হয়ে গেছে কিনা, উঠছে সেই প্রশ্নও। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
সূত্র : জি নিউজ
এসএ/










