ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৩, ৭ জুন ২০১৭

নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের মনিটরিং টিম।
সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তা রহমান ও সৈয়দ  মোরাদ আলীর নেতৃত্বে একটি টিম নগরীর অন্যতম শপিং মল চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে অভিযান চালায়। এসময় ব্যবসায়ীদের অধিক মূল্যে পোশাক বিক্রি না করার জন্য সতর্ক করেন। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে নগরীর  কর্ণফুলী মার্কেট, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ এলাকায় এবং  নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশের নেতৃত্বে বক্সিরহাট বাজারে পরিচালনা করা হয় ভ্রাম্যামাণ আদালত।





Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি