ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

নির্বাচন উপলক্ষে বান্দরবানে বিদেশিদের নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৮:০৫, ৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ১০ দিন আগে এবং ভোটের ৬ দিন পর্যন্ত বান্দরবানে বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

আজ রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনী আইনশৃঙ্খলা সভায় এই তথ্য জানান হয়। এবিষয় জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দাউদুল ইসলাম বলেন,নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২০ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত বান্দরবান ভ্রমণে বিদেশিদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি বলেন, বান্দরবানে বিদেশি নাগরিকদের ভ্রমণের সময় প্রশাসনকে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হয়। কিন্তু নির্বাচনকালীন সময়ে এটি কঠিন হয়ে পড়বে। এ কারণে ১৭ দিন কোনও বিদেশি নাগরিক বান্দরবান ভ্রমণ করতে পারবেন না। তাই ২০ ডিসম্বের থেকে ছয় জানুয়ারি পর্যন্ত বিদেশি নাগরিক বান্দরবানে ভ্রমণ বন্ধ রাখা হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি