ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নির্বাচন কমিশন পুনর্গঠনে স্বল্প সময়ে আইন প্রণয়ন সম্ভব নয়ঃ আইনমন্ত্রী

প্রকাশিত : ১৮:০২, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৩, ১২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন পুনর্গঠনে স্বল্প সময়ে আইন প্রণয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার  বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ’কথা বলেন। এসময় মারা যাওয়ার পরও মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে মামলা চলায় তদন্ত করে দায়িদের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী। নির্বাচন কমিশন পুনর্গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরই ধারাবাহিতকায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করতে বঙ্গভবনে যায় আওয়ামী লীগ। নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়ন সহ ৪ দফা প্রস্তাব দিয়েছে দলটি। তবে, রাজধানীতে এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বল্প সময়ে আইন করা সম্ভব নয়। এদিকে ‘মারা যাওয়ার পরেও’ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে মামলা চলায় তদন্ত করে দায়িদের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী। এ’ ঘটনায় অন্যদের উপর দায় চাপাতে ব্যস্ত প্রসিকিউশন। ওয়াজ উদ্দিন মারা গেছেন প্রায় ৮ মাস আগে। বুধবার গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হলে টনক নড়ে প্রসিকিউশনের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি