ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

‘নির্বাচন পর্যন্ত টঙ্গী ইজতেমা মাঠে কোন সভা-সমাবেশ নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২১:৫১, ১ ডিসেম্বর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন. আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তুরাগ তীরের টঙ্গী ইজতেমা মাঠে বিশ্ব ইজতেমার প্রস্তুতির জন্য কাউকে কোন ধরনের সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আগামী এক মাস বিশ্ব ইজতেমা মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, ধর্মবিষয়ক সচিব মো. আনিসুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার সকাল থেকে টঙ্গীতে তাবলিগ জামাতের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও দুই শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি এ বৈঠকের আয়োজন করা হয়। এ বৈঠকে মাওলানা সাদ কান্ধলভির অনুসারী এবং বিরোধীরা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বাসস।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি