ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

নির্বাচন ভবনে ৭ স্তরের নিরাপত্তা জোরদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ভবন উড়িয়ে দেওয়া ও কর্মকর্তাদের ওপর হামলার হুমকি দেওয়ায় সেখানে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ইসি জনসংযোগ পরিচালক এসএস আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, এবার প্রথমবারের মতো সেনাও মোতায়েন করা হয়েছে।

সূত্র জানিয়েছে, গত কয়েকদিন ধরেই নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এমন হুমকি দেওয়া হচ্ছিলো।

জানা যায়, র‌্যাবের তিনটি টিম নির্বাচন ভবনে নিয়োজিত হয়েছে। এছাড়া নিয়োজিত আছে দুটি পেট্রোল ইউনিট। এছাড়া আগারগাঁওয়ে রয়েছে রিজার্ভ ফোর্স। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ও জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তৎপরতা চলমান রেখেছে। আছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা। সতর্ক অবস্থান নিয়েছেন সেনা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা। নির্বাচন ভবনের আশপাশের ভবনেও রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। এছাড়া আগারগাওঁয়ের সদর কোস্টগার্ড রিজার্ভ রাখা আছে।  প্রস্তুত রাখা হয়েছে ফায়ার ফাইটিং ও রেসকিউ টিমের সদস্যদের।

উল্লেখ্য, এর আগে দশম সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়েছিল।

একে//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি