ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

নির্বাচনে কিছু অনিয়ম হয়েই থাকে: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৭ আগস্ট ২০১৮

নির্বাচনে কিছু অনিয়ম হয়েই থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনে কোনও অনিয়ম হবে না, এমন নিশ্চয়তা দেওয়া যাবে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিইসি। বরিশালে বেশি অনিয়ম হয়েছে সেখানে আমরা বাড়তি ব্যবস্থা নিয়েছি বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, গত পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে যেখানে যত বেশি অনিয়ম হয়েছে, আমরা সেখানে তত বেশি অ্যাকশন নিয়েছি। এ ধরনের পাবলিক নির্বাচনে কিছু অনিয়ম হয়।

ইসির ওপর জাতির আস্থা নেই ড. কামাল হোসেনের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ড. কামাল হোসেন কীভাবে দেখেন তা আমি জানি না। কোন জাতির কী পরিসংখ্যান তার কাছে আছে আমার জানা নেই। একটা কথা বলতে হলে পরিসংখ্যান দিতে হবে। জাতি কি তাকে বলেছে নাকি- ‘আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না’।

সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে কেএম নূরুল হুদা বলেন, জাতীয় সংসদের প্রস্তুতি আগে থেকেই ছিল। আগামী অক্টোবরে তফসিল ঘোষণা হবে। এবং ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে সংসদ নির্বাচন হবে। নিয়ম অনুযায়ী জানুয়ারির ২৮ তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি, কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার ইটিআই ভবনে প্রতিবন্ধী ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের চ্যালেঞ্জ বিষয়ে এক কর্মশালার উদ্বোধন করেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি