ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নির্বাচনে গ্রাম পুলিশদের ভাতা দেওয়া হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ১৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৪৪, ১৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ভাতা পাবে গ্রাম পুলিশের সদস্যরা। তাদেরকে দৈনিক ভিত্তিতে ভাতা দেওয়া হবে।     

নির্বাচন কমিশন সচিবালয় আজ বুধবার এই ভাতা অনুমোদন করেছে। নির্বাচনের ভোট গ্রহণের দিনসহ মোট চার দিনের জন্য বিভিন্ন ভোটকেন্দ্রে গ্রাম পুলিশের সদস্যদের নিয়োগ দেওয়া হচ্ছে।         

গ্রাম পুলিশের সদস্যদের দুটি পদ রয়েছে। এর একটি হলো দফাদার অন্যটি চৌকিদার। জানা যায়, নির্বাচনে ৪ হাজার ১২ জন দফাদারকে নিয়োগ দেওয়া হচ্ছে চার দিনের জন্য। তাদের প্রত্যেককে দৈনিক ৬০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তাদের পেছনে ব্যয় হবে ৯৬ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।  

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, নির্বাচনে ৩৬ হাজার ২৭৮ জন চৌকিদারকে নিয়োগ দেওয়া হবে। চৌকিদারদেরও চার দিনের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিদিন ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এই খাতে ব্যয় হবে মোট ৭ কোটি ২৫ লাখ ৫৬ হাজার টাকা। চৌকিদার ও দফাদারের ভাতা বাবদ মোট খরচ হবে ৮ কোটি ২১ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা।  

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, আজ জেলা প্রশাসকদের বরাবর এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।      

এসি   
    
   


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি