ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

‘নির্বাচনে দায়িত্ব পেলে পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩২, ১৮ নভেম্বর ২০১৮

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পেলে সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রাখবে।’

রোববার দুপুরে সাভার সেনানিবাসে দুর্দম এগারো ইউনিটের রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, ‘দায়িত্ব পেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী।’
তিনি বলেন, আগামী মাসে দেশে সাধারণ নির্বাচন। সম্ভবত সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। আমরা অতীতেও এ দায়িত্ব পালন করেছি। পেশাদারিত্বের সঙ্গে অতীত ঐতিহ্যের আলোকে আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি