ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

‘নির্বাচনে দায়িত্ব পেলে পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩২, ১৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পেলে সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রাখবে।’

রোববার দুপুরে সাভার সেনানিবাসে দুর্দম এগারো ইউনিটের রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, ‘দায়িত্ব পেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী।’
তিনি বলেন, আগামী মাসে দেশে সাধারণ নির্বাচন। সম্ভবত সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। আমরা অতীতেও এ দায়িত্ব পালন করেছি। পেশাদারিত্বের সঙ্গে অতীত ঐতিহ্যের আলোকে আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি