ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

নির্বাচনে নিরাপত্তা রক্ষায় তৈরি হচ্ছে ৫ লাখ ফোর্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:০১, ১৮ নভেম্বর ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আগামী একাদশ জাতীয় নির্বাচনে নিরাপত্তা রক্ষায় ৫ লাখ ফোর্স তৈরি হচ্ছে। বিভিন্ন বাহিনী বা শ্রেণিকে নির্বাচন উপলক্ষে দরকারি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পুলিশ, বিজিবি, কোষ্টগার্ডসহ সবাই নির্বাচনের নিরাপত্তা দিতে তৈরি আছে।’

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত সার্বিক নিরাপত্তা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে ষাট লাখ আনসার প্রশিক্ষণ নিয়েছেন। তবে, নির্বাচনের জন্য ষাট লাখ আনসারের প্রয়োজন হবে না। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দেবেন আইনশৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী কাজ করবে। আমাদের নিরাপত্তা বাহিনী অনেক অভিজ্ঞ এবং তারা নিজেদের সক্ষমতায় নিরাপত্তার বিষয়টি নিশ্চত করতে পারবে।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনের সময় নিরাপত্তা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন যেভাবে নিরাপত্তা বাহিনীকে যেভাবে নিরাপদ মনে করবে সেভাবেই তারা ব্যবস্থা করবে। এটা তাদের ব্যাপার। আমাদের নিরাপত্তা বাহিনী সব ধরণের সহযোগিতা দেওয়ার জন্য তৈরি আছে।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি